ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখ খানকে যে বার্তা দিলেন ভক্তরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
শাহরুখ খানকে যে বার্তা দিলেন ভক্তরা শাহরুখ খানের সঙ্গে আরিয়ান খান এবং মান্নাতের সামনে ভক্তদের প্ল্যাকার্ড

ছেলে আরিয়ান খানকে নিয়ে বেশ বিপাকেই পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে রাতদিন এক করে ছেলেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তিনি।

এদিকে শাহরুখ খানের এমন বিপদের সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন ভক্তরা। ‘বাদশা’কে সাহস যোগাতে তারা মান্নাতের সামনে গিয়ে দিয়েছেন বিশেষ বার্তা।

সামাজিক মাধ্যমে একটি ছবি শাহরুখ খানের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে, মান্নাতের বাইরে একটি প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে। এতে লেখা, ‘বিশ্বের সমস্ত প্রান্তের ভক্তরা হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা আপনার অনুরাগী। দৃঢ় এবং নিঃস্বার্থভাবে আপনার এই কঠিন সময়ে আমরা পাশে রয়েছি। নিজের খেয়াল রাখবেন কিং। ’

শাহরুখ খান এই কঠিন পরিস্থিতিতে পাশে পেয়েছেন তার বন্ধু ও বলিউড সুপারস্টার সালমান খানকে। এছাড়াও ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানসহ ইন্ডাস্ট্রির অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার। একই সঙ্গে নানা দেশ থেকে শাহরুখ ভক্তরা তাকে বিশেষ বার্তা দিচ্ছেন।

২ অক্টোবর মাঝ সমুদ্রে নাইট পার্টি করার সময় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জালে ধরা পড়েন আরিয়ান। এরপর তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৩ দিনের জন্য হেফাজতে রাখার অনুমতি পায় এনসিবি।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান এনসিবির হেফাজতে থাকবেন। এরপর তাকে আবার আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।