ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ট্রলের শিকার অপু বিশ্বাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
ট্রলের শিকার অপু বিশ্বাস! শুটিংয়ে অপু বিশ্বাস

সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। শুটিংয়ের জন্য গিয়েছিলেন পাবনা জেলার ঈশ্বরদীর পাকশীতে।

সিনেমাটির শুটিংয়ের সময়কার অপুর বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ পেলে তা নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই তারকা।  

ছবিতে দেখা যাচ্ছে, অপুর সঙ্গে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার নায়ক জয় চৌধুরী মনিটরে সামনে বসে শুটিংয়ের ফুটেজ দেখছেন। এতে অপু বিশ্বাস সাদা টি-শার্ট এবং লাল রঙের হাফপ্যান্ট পরা রয়েছেন।  

ছবিটি প্রকাশের পর নায়িকা অপুর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কমেন্ট বক্সে হাফপ্যান্ট পরা নিয়েও সমালোচনা করছেন। যদিও ইতিমধ্যেই ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেছেন এর অভিনয় শিল্পীরা।  

সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটির ৭০ শতাংশ কাজ আগেই শেষ হয়েছিল। বাকি অংশের দৃশ্যধারণ হচ্ছিল পাবনায়, কিন্তু সেখানে থাকা উৎসুক জনতার ভিড়ের কারণে কিছু অংশ বাকি রেখেই ঢাকায় ফিরেছে পুরো টিম।  

অপু-জয় ছাড়া এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।