ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

এক গানের জন্য ২ কোটি রুপি চান নোরা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এক গানের জন্য ২ কোটি রুপি চান নোরা নোরা ফাতেহি

ভারতের তেলেগু সিনেমার অভিনেতা আল্লু অর্জুন ‘পুষ্পা: দ্য রাইজ’ নামের নতুন সিনেমায় কাজ করছেন। এটি নির্মাণ করছেন পরিচালক সুকুমার।

সিনেমাটির একটি গানে অভিনয় করতে ২ কোটি রুপি পারিশ্রমিক চাইছেন নোরা ফাতেহি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সিনেমার একটি বিশেষ গানে অভিনয়ের জন্য নোরা ফাতেহিকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা সুকুমার। কিন্তু এজন্য নাকি নোরা ২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এ অভিনেত্রী।

এত পারিশ্রমিক দাবি করার কারণে শেষ শেষ পর্যন্ত গানটিতে নোরাকে দেখা যাবে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্রের খবর, এত বেশি পারিশ্রমিক দিয়ে নোরাকে দিতে রাজি নন নির্মাতারা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে।  

জানা যায়, আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রাইজ’। এরইমধ্যে নানাভাবে সিনেমাটির প্রচার শুরু করেছেন পরিচালক সুকুমার।  

এদিকে, বলিউডের পাশাপাশি তেলেগু, মালায়ালাম, তামিল ভাষার সিনেমায় দেখা গেছে অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরাকে। তার অভিনীত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।