ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

ডিভোর্সের নোটিশ নিয়ে বিচলিত নন নোবেল

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
ডিভোর্সের নোটিশ নিয়ে বিচলিত নন নোবেল মঈনুল আহসান নোবেল-মেহরুবা সালসাবিল

ক্যারিয়ারে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি থেকেছেন উঠতি গায়ক মঈনুল আহসান নোবেল। ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন নোবেল।

এরপর থেকে শুধু বিতর্কেই জড়িয়েছেন নোবেল।

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। তবে এ গায়কের বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে ডিভোর্স লেটারও পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল।  

বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালসাবিল নিজেই। ডিভোর্সের মতো সিদ্ধান্তের কারণ হিসাবে তিনি বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সিদ্ধাান্ত নিয়েছি। ’

এদিকে, সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন। এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘ডিভোর্স’।

তবে সালসাবিলের সঙ্গে ডিভোর্স নিয়ে মোটেই বিচলিত নন নোবেল। তার ভাষ্য, ‘তালাকনামা পেয়েছি কিন্তু আমি স্বাক্ষর করিনি, করব না। তিন মাস পর নিজ থেকেই এটি কার্যকর হবে। বিষয়টি নিয়ে আমি মোটেও বিচলিত নই। ’

এর আগে সালসাবিলও ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেয়া হয়েছে কি না, তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।