ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে গান শেখালেন ইয়োহানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
সালমানকে গান শেখালেন ইয়োহানি সালমান খান ও ইয়োহানি

‘মানিকে মাগে হিথে’ গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া শ্রীলংকার সংগীতশিল্পী ইয়োহানি ডি সিলভাকে এবার দেখা যাবে ‘বিগ বস ১৫’তে। শো’টিতে বলিউড সুপারস্টার সালমান খানকে গান শেখাতে দেখা যাবে তাকে।

 

শনিবার (০৯ অক্টোবর) চলতি সিজনের প্রথমে সপ্তাহেই চমক দেখতে পাবেন দর্শক। প্রথমবার ভারতীয় টেলিভিশনের পর্দায় ধরা দেবেন ইয়োহানি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে পর্বটির প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, ‘ভাইজান’কে ‘মানিকে মাগে হিথে’ শেখাচ্ছেন ইয়োহানি।  

শো’টিতে এছাড়াও অতিথি হিসেবে দেখা যাবে প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী নিকি তাম্বোলি, রাহুল বৈদ্য, করণ প্যাটেলকে। আরও থাকছেন নিয়া শর্মা, অর্জুন বিজলানি, আস্থা গিল, ধবনী ভানুশালি এবং রাখি সাওয়ান্তও।  

২ অক্টোবর রাতে ‘বিগ বস ১৫’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। এতে বলিউডের সুপারকুল অভিনেতা রণবীর সিং-এর ঝলক ও ‘ভাইজান’ সালমান খানের নাচের তালে মুগ্ধ হন ভক্তরা।  

‘বিগ বস ১৫’র চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় রয়েছেন প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, শামিতা শেঠি, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, আকাসা সিং, ডোনাল্ড বিস্ত, উমর রিয়াজ, সিম্বা নাগপাল, সাহিল শ্রফ, মিশা আইয়ার, জয় ভানুশালী, বিধি পাণ্ডিয়া, বিশাল কোটিয়ান ও আফসানা খান।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।