ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুমনের বিশেষ ইনস্ট্রুমেন্টাল ‘জয় মা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
সুমনের বিশেষ ইনস্ট্রুমেন্টাল ‘জয় মা’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুরকার, সংগীত পরিচালক ও গায়ক সুমন কল্যাণ নিয়ে এলেন ভিন্নধর্মী ইনস্ট্রুমেন্টাল ‘জয় মা’।  

রাগ আহির ভৈরবের উপর গিটার, বেল, পার্কাশনসহ আরও বেশকিছু যন্ত্রের ব্যবহারে ইনস্ট্রুমেন্টালটি তৈরি করা হয়েছে।

এতে সন্দীপন দাশ ও মৌমিতা বড়ুয়ার কণ্ঠের কাজ রয়েছে।

রোববার (১০ অক্টোবর) জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ইউটিউব চ্যানেলে ইনস্ট্রুমেন্টাল ‘জয় মা’ প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, পূজা নিয়ে আমাদের এরই মধ্যে কয়েকটি গান প্রকাশিত হয়েছে। এবার আমি ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। পূজার প্রথম দিবসে আমরা প্রার্থনা করি আর দ্বিতীয় দিবসে করি আরতি বা আনন্দ। আমি প্রার্থনা পর্যায়কে সামনে রেখেই কাজটি করা।  

সুমন কল্যাণ, সন্দীপন দাশ ও মৌমিতা বড়ুয়াকে এক করে ইনস্ট্রুমেন্টালটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আর আমজাদ হোসেন বাপ্পী ছিলেন সাউন্ড জিজাউনে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।