ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিত্রগ্রাহক সমীর কুশারীর জীবনাবসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
চিত্রগ্রাহক সমীর কুশারীর জীবনাবসান সমীর কুশারী

না ফেরার দেশে চলে গেলেন খ্যাতনামা চিত্রগ্রাহক সমীর কুশারী (৭১)। রোববার (১০ অক্টোবর) সকাল পৌনে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার মৃত্যুর খবরটি জানিয়েছেন স্ত্রী জয়া কুশারী। তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।  

জানা যায়, গত মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন সমীর কুশারী। রিপোর্ট নেগেটিভ হলেও করোনা–পরবর্তী জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা গেছেন।  

১৯৫১ সালে ঢাকার আরমানিটোলায় সমীর কুশারী জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রেডিও ব্যক্তিত্ব রনেন কুশারী।

১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) চিত্রগ্রাহক হিসেবে যোগ দেন সমীর কুশারী। ২০০৯ সালে ‘পরিচালক ফটোগ্রাফি’ পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি। বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘পাথর সময়’, ‘সাত সমুদ্দুর’, ‘আমার দেশের লাগি’, ‘বাঁচা’সহ বহু নাটকেরই চিত্রগ্রাহক বা আলোক নির্দেশক ছিলেন সমীর কুশারী। আমৃত্যু তিনি দেশ টিভিতে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।