ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার মা হলেন নাজিরা মৌ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
প্রথমবার মা হলেন নাজিরা মৌ নাজিরা আহমেদ মৌ

সুখবর দিলেন মডেল-অভিনেত্রী নাজিরা আহমেদ মৌ। প্রথমবারের মতো মা হলেন তিনি।

সোমবার (১১ অক্টোবর) রাত ১০টা ৫৪ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই তারকা।  

মৌ নিজেই খবরটি জানিয়েছেন। মেয়ের নাম রেখেছেন মাইরা রহমান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।  

মৌ আরও জানান, হাসপাতালে তিন দিনের মতো তাদের থাকতে হতে পারে। তিনি তার এবং মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চলতি বছরের ২০ জানুয়ারি পারিবারিকভাবে যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান মুরাদের সঙ্গে ঘর বাঁধেন মৌ। রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় উভয় পক্ষের পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। মুরাদের পৈত্রিক নিবাস সিলেটে।

জানুয়ারিতে বিয়ে হলেও খবরটি তিন মাস পর এপ্রিলে প্রকাশ করেন ছোট পর্দায় এই অভিনেত্রী।  

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।  

মৌ অভিনীত প্রথম সিনেমা ‘নন্দিনী’ মুক্তি অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।