ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজার নাটক ‘বেহুলা পরম্পরা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
দুর্গাপূজার নাটক ‘বেহুলা পরম্পরা’ নাঈম ও মিলি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। স্বাধীন শাহ্’র রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম ও অভিনেত্রী ফারহানা মিলি।

এর গল্পে দেখা যাবে, বেহুলা গরিব ঘরের মেয়ে। দূর্গাপুর গ্রামের জোতদার কাশিনাথের ছেলে রামনাথের সঙ্গে তার বিয়ে হয়। বাসর ঘরে হঠাৎ রামনাথ পাগলামী করতে থাকেন। ছোট ভাই চন্দ্রনাথের ঘরের দরজায় গিয়ে চিৎকার করেন। এরপর বাবা এসে তাকে বকাবকি করেন।

বেহুলা ভয় পেয়ে যায়। মা সুলেখা দেবী দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। কিছুক্ষণ পর চন্দ্রনাথ এসে যখন ওষুধ দেয় তখন রামনাথ শান্ত হয়। বেহুলা তখন বুঝে ফেলেন একজন নেশাখোর স্বামীর সঙ্গে সংসার করতে হবে তার! 

নাঈম-মিলি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন -শহীদুল্লাহ সবুজ, শিল্পী সরকার অপুসহ অনেকে।

নির্মাতা জানান, শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীর রাত সাড়ে ১০টায় মাছরাঙা টেলিভিশনে ‘বেহুলা পরম্পরা’ নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।