ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পদ্মাপুরাণ’র প্রেক্ষাগৃহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
দ্বিতীয় সপ্তাহে বেড়েছে ‘পদ্মাপুরাণ’র প্রেক্ষাগৃহ ‘পদ্মাপুরাণ’র একটি দৃশ্য

মুক্তির এক সপ্তাহ পূর্ণ করল রাশিদ পলাশ পরিচালিত প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’। পদ্মাপাড়ের মানুষের জীবনের নানা গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।

এটির চিত্রনাট্য রায়হান শশীর।

দ্বিতীয় সপ্তাহেও ‘পদ্মাপুরাণ’ থাকছে স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে। শুধু ঢাকায় নয় চট্টগ্রামেও দ্বিতীয় সপ্তাহে সুগন্ধায় দেখা যাবে। এছাড়া ঢাকার সৈনিক ক্লাবে নতুন করে মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’।  

রাশিদ পলাশ বলেন, মানুষ উৎসবের আমেজে সিনেমাটি দেখতে আসছে দলবলে এটা আমাদের জন্য আনন্দের। আমরা চেয়েছি মানুষকে ‘পদ্মাপুরাণ’ দেখাতে। প্রথম সপ্তাহে ভালো সাড়া পেয়েছি। আশা করছি দ্বিতীয় সপ্তাহেও এটি মানুষ দেখবে।  

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

এতে পাঁচটি গান আছে, গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।