ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিজয়া দশমী উপলক্ষে বিটিভিতে ‘শারদ আনন্দ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
বিজয়া দশমী উপলক্ষে বিটিভিতে ‘শারদ আনন্দ’

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার (১৫ অক্টোবর) শেষ হতে যাচ্ছে বাঙালির শারদোৎসবের।  

দুর্গাপূজার আনন্দকে আরও একটু বাড়িয়ে এ দিন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘শারদ আনন্দ’।

তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন, নৃত্য ও নতুন নতুন গানের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।  

অনুষ্ঠানটির প্রযোজক এল রুমা আকতার জানান, এতে কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিচালনায় নাচতে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌ। দেবী দুর্গার নয়টি রূপ নিয়ে নৃত্য পরিবেশনা করবেন অনিক বোস।  

দেশের গানের সঙ্গে আরতি নৃত্যের ফিউশন ঘটিয়ে ব্যতিক্রমধর্মী নাচ নিয়ে হাজির হবেন পূজা সেনগুপ্ত ও তার দল।  

আড্ডা ও গেম শো’তে অংশ গ্রহণ নেবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ওয়ার্দা রিহাব ও অর্ণব। চমৎকার একটি কীর্তন গাইবেন তুলিকা ঘোষ। ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে ও সুমন সাহার কথায় নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সমরজিৎ, উপলা দাশ, বিজন মিস্ত্রি, ছন্দা, চক্রবর্তী, অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, পপি পাল, স্বপ্নীল সজীব ও শুভ।  

অনুষ্ঠানটি উপস্থাপনা করতে দেখা যাবে ঊর্মিলা শ্রাবন্তী কর ও শিপন মিত্রকে। শুভ্রদেব ও প্রিয়াংকা গোপের কণ্ঠে শোনা যাবে দ্বৈত গান। থাকছে জলের গানেরও একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা।  

বিটিভিতে ‘শারদ আনন্দ’ প্রচারিত হবে শুক্রবার রাত ৯টায়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।