ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিডিও কলে মা-বাবাকে দেখে কাঁদলেন আরিয়ান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
ভিডিও কলে মা-বাবাকে দেখে কাঁদলেন আরিয়ান আরিয়ান খান-গৌরী খান-শাহরুখ খান

করোনার বিধির কারণে সরাসরি পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করতে পারছেন না শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। তবে জেলে থাকা কয়েদিরা পরিবারের সঙ্গে মাসে দুই থেকে তিনবার ভিডিও কলে কথা বলার সুযোগ পান।

আরিয়ানও মাত্র দশ মিনিট কথা বলার সুযোগ পেয়েছিলেন মা-বাবার সঙ্গে।  

শুক্রবার (১৫ অক্টোবর) শাহরুখ এবং গৌরী ভিডিও কলে ছেলের মুখ দেখতে পান। জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ান কী খাবার খাচ্ছে, কোনও সমস্যা হচ্ছে কি না?

আর্থার রোড জেল সূ্ত্রে খবর, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের আরিয়ান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন পাননি শাহরুখপুত্র। জামিন না পাওয়ায় আপাতত ২০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তার। আদালত ঘোষণা করেছে, আরিয়ানের মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।  

এদিকে আরিয়ানও সাধারণ কয়েদিদের মতো জেলে নম্বর পেয়েছেন। আরিয়ানের ‘কয়েদি নম্বর ৯৫৬’।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর গত ৩ অক্টোবর বিকেলে আরিয়ানকে গ্রেফতার দেখায় এনসিবি। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।