ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আসছে সাবরিনা বশিরের ‘দিল্লি কা লাড্ডু’ সাবরিনা বশির

এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা বশির। তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু গান।

শিগগিরই কয়েকটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এই গায়িকা।  এর মধ্যে অন্যতম ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামের একটি গান।

সাবরিনা জানান, দীপ্ত টিভির ছয় নম্বর ফ্লোরে গানটির চিত্রধারনের কাজ সম্পন্ন হয়েছে। গানটিতে মডেল হয়েছেন তিনি ও আশিক চৌধুরী। গানের ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম।

গানটি আসছে ৩০ অক্টোবর ইউটিউবে প্রকাশ হবে। সেদিন এই কণ্ঠশিল্পীর জন্মদিন। এ উপলক্ষেই গানটি প্রকাশ করতে যাচ্ছেন সাবরিনা।

তিনি বলেন, ‘আমি শৈশব থেকেই গানের সঙ্গে জড়িয়ে আছি। গানকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছি। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে বেঁচে থাকতে চাই। ’

প্রসঙ্গত, সাবরিনার নতুন গানগুলোর মধ্যে রয়েছে আসিফ আকবের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘মধুচোরা’ এবং একক ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামের গান।

সম্প্রতি সাবরিনার ‘জলে গিয়েছিলাম সই’ নামে একটি ফোক গানের (কাভার) ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।