ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৌরভের কাছে কাজ চাইলেন অঙ্কুশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
সৌরভের কাছে কাজ চাইলেন অঙ্কুশ! সৌরভ ও অঙ্কুশ

‘দাদাগিরি’র মঞ্চে আসছেন নতুন দাদা! গুঞ্জন ছড়ায়, সৌরভ গাঙ্গুলীর জায়গায় অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে নাকি হাজির হতে যাচ্ছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।  

তবে ঘটলো উল্টোটি।

‘দাদাগিরি’তে হাজির হয়ে সৌরভের কাছেই কাজ চেয়ে বসলেন অঙ্কুশ!

ছোটপর্দায় একদিকে যেমন ‘দাদাগিরি’তে সঞ্চালনায় ছক্কা হাঁকাচ্ছেন সৌরভ, তেমনি অন্যদিকে ‘ডান্স বাংলা ডান্স’-এ নজর কেড়েছেন অঙ্কুশ।  

সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে দাদাকে ছাড়াই অনুষ্ঠানের সূচনা করেন এই নায়ক। কিন্তু হঠাৎই স্টেজে হাজির সৌরভ! তখনই তার কাছে ক্ষমা চেয়ে নেন অঙ্কুশ।  

অঙ্কুশ সৌরভকে জানায় যে, তিনি অলরাউন্ডার। ‘দাদাগিরি’র মঞ্চে তাকেই মানায়। কিন্তু পাশাপাশি তার কাছে কাজের জন্যও অনুরোধ করেন অভিনেতা।  

‘দাদাগিরি’ না হোক ‘ভাইগিরি’ হলেও সে অনুষ্ঠান সঞ্চালনা করতে চান অঙ্কুশ! তার এমন কথাতে হেসে ওঠেন উপস্থিত সবাই।

‘দাদাগিরি’র সেসব মুহূর্তের ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘পেট চালানোর জন্য মানুষটাকে কতো অনুরোধ করলাম। ’ 

শিগগিরই টেলিভিশনের পর্দায় অঙ্কুশের পর্বটি প্রচার হবে।

এদিকে, দুর্গাপূজায় মুক্তি পেয়েছে অঙ্কুশের সিনেমা ‘এফআইআর’। এই সিনেমার প্রচারের জন্যই ‘দাদাগিরি’র মঞ্চে হাজির প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়সহ গোটা টিম।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।