ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মঞ্চে অভিষেক মিঠুনকন্যা দিশানির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
মঞ্চে অভিষেক মিঠুনকন্যা দিশানির

সিনেমায় আগেই অভিষেক ঘটেছে মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানির। এবার মঞ্চে অভিনয় করলেন তিনি।

সম্প্রতি লি স্ট্র্যার্সবার্গ ইনস্টিটিউটে কেমবারলি হ্যারিস পরিচালিত সেমিনারে অভিনয় করেছেন দিশানি। সেখানে একাডেমি পুরস্কার বিজয়ী কিংবদন্তীতুল্য মার্কিনমঞ্চ অভিনেতা আল পাচিনোর সামনে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন মিঠুনকন্যা।

এক সাক্ষাৎকারে দিশানি জানান, নাটকে অভিনয় করা তার কাছে অসাধারণ অনুভূতি ছিল। তিনি আগাগোড়াই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন বলে জানিয়েছেন।  

এছাড়া অভিনয় দিয়ে বাবা মিঠুন চক্রবর্তীকে গর্বিত করতে চান বলেও জানান তিনি।  

২০১৭ সালে ‘হোলি স্মোক’ সিনেমা দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় দিশানির। এটি পরিচালনা করেন উশমে চক্রবর্তী। এছাড়াও ‘আন্ডারপাস’, ‘সুটেবল এশিয়ান ডেটিং উইথ পিএমবি’ নামের দুটি শটফিল্মে অভিনয় করেছেন তিনি।

অভিনেতা মিঠুর চক্রবর্তীর দত্তক নেওয়া সন্তান দিশানি। কানাঘুষো শোনা যায়, এক আবর্জনার স্তূপ থেকে দিশানিকে উদ্ধার করেছিলেন মিঠুন। কিন্তু নিজের মেয়ের মতোই তাকে আদর যত্নে মানুষ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।