ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনার নিয়ম ভেঙে রণবীরের গানের শুটিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
করোনার নিয়ম ভেঙে রণবীরের গানের শুটিং ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রনবীর কাপুর নির্মাতা লাভ রঞ্জনের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। নাম ঠিক না হওয়া সিনেমাটির একটি গানের শুটিং চলছে।

বস্কো মাটিসের কোরিওগ্রাফিতে গানটির সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম।

মুম্বাইয়ের মাড আইল্যান্ডে একটি হাউস পার্টির গানের সিকু্য়েন্স শুটিং করা হয়েছে। যেখানে ৫০০ জন ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে একসঙ্গে নাচতে দেখা গেছে। যা নিয়ে প্রশ্ন উঠেছে যে করোনার বিধি মেনে কি এই রকম দৃশ্য শ্যুট করা হয়েছে? 

করোনা বিধি মেনে কি সত্যি ৫০০ জনের বেশি লোক নিয়ে একসঙ্গে কাজ করা সম্ভব! ইতিমধ্যেই যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, স্পেনে এই সিনেমার রোমান্টিক-কমেডি দৃশ্যের শুটিং করা হবে। ভারতের অংশের শুটিং শেষ হলে তবেই বিদেশে পাড়ি দেবে এই সিনমার ইউনিট।

সিনেমাটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে রণবীরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। সিনেমাটিতে রণবীরের বাবার চরিত্রে দেখা যাবে বনি কাপুরকে। এছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া।  

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।