ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নায়িকার সঙ্গে ড্রাগস নিয়ে কথা আরিয়ানের!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
নায়িকার সঙ্গে ড্রাগস নিয়ে কথা আরিয়ানের! আরিয়ান খান ও উঠতি নায়িকার প্রতীকী ছবি

বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস আদালতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের জামিন আবদনের শুনানি হবে। ১৮ দিন জেলে থাকার পর এদিন মুক্তি পাবেন কিনা আরিয়ান সেদিকে নজর রয়েছে সবার।

 

তবে, জামিন শুনানির আগে আরও একটি মোক্ষম চাল দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সংস্থাটি শাহরুখ পুত্রের সঙ্গে একজন উঠতি নায়িকার মাদক নিয়ে কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাট আদালতে পেশ করেছে।  

ওই অভিনেত্রীর সঙ্গে ড্রাগস নিয়ে কথা বলেছেন শাহরুখপুত্র। আদালতে তথ্যটি পেশ করেছেন এএসজি অনীল সিং। জানা যায়, আগের শুনানির সময়ই আরিয়ানের সঙ্গে ওই ইঠতি অভিনেত্রীর ড্রাগস সংক্রান্ত চ্যাটের তথ্য আদালতে পেশ করেছে। এছাড়া কয়েকজন মাদক কারবারির সঙ্গেও যোগাযোগ ছিল শাহরুখপুত্রের। তাদের সঙ্গে কথোপকথনের তথ্যও আদালতে পেশ করা হয়েছে।  

এদিকে, জেল কর্তৃপক্ষ আরিয়ান খানের নিরাপত্তা বাড়িয়েছে। জানা গেছে, তাকে একটি বিশেষ ব্যারাকে স্থানান্তরিত করা হয়েছে এবং কর্মকর্তারা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। আরিয়ান কারাগারের পরিবেশ এবং খাবারের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ কারণে জেল কর্তৃপক্ষ তার স্বাস্থ্য নিয়েও চিন্তিত রয়েছেন।   

আরিয়ান কি বুধবার জেল থেকে ছাড়া পাবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী আশাবাদী তাদের ছেলে দীপাবলির আগেই বাড়ি ফিরবে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।