ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেজাজ হারালেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
মেজাজ হারালেন জাহ্নবী কাপুর জাহ্নবী কাপুর

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর বলিউডের এ সময়ের প্রথম সারির অভিনেত্রী। এ অভিনেত্রী প্রায়ই আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হন।

 

সম্প্রতি তাকে আলোকচিত্রীরা ফ্রেমবন্দি করলেন বাবা বনি কাপুরের সঙ্গে। মুম্বাই বিমানবন্দরে দেখা যায় বাবা-মেয়েকে। ক্যামেরার সামনে এসে বনি কাপুর মুখের মাস্ক খুলতে যেতেই মেজাজ হারিয়ে ফেলেন জাহ্নবী। জোর ধমক দেন বাবাকে একসঙ্গে রেগে যান সেখানকার আলোকচিত্রীদের ওপর।  

বাবা বনি কাপুরকে জাহ্নবীর কড়া বার্তা, মাস্ক খোলা যাবে না। চিত্রগ্রাহকদের বক্তব্য, কিছু হবে না। এতেই ধমক খেলেন তারা। জাহ্নবীর স্পষ্ট বক্তব্য, এরকম ভুল উপদেশ দেবেন না। করোনা এখনও পুরোপুরি নির্মূল হয়নি, এমন অবস্থায় কোনও রিস্ক নিতে চাই না।  

এরপর গাড়িতে ওঠার আগে আলোকচিত্রীরা তার নতুন ট্যাটু দেখতে চান। উত্তরে জাহ্নবী বলেন, অনেক দেখেছেন। ইনস্টাগ্রামে ছবি দিয়ে দিয়েছি।

চলতি মাসে জাহ্নবী নিজের শরীরে মায়ের হাতের লেখা ট্যাটু করিয়েছেন। ট্যাটুতে লেখা ‘লাভ ইউ লাব্বু’ । জাহ্নবীর মা প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী তার বড় মেয়েকে লাব্বু নামেই ডাকতেন। মায়ের স্মৃতিতেই এই ট্যাটু তৈরি করেছেন তিনি।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’ সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় তার অস্তাভিনীত সিনেমা ‘দোনা-টু’ ও ‘গুড লাক জেরি’।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।