ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেলে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
জেলে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ আর্থার রোড জেলে শাহরুখ খান 

জেলে গিয়ে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারের পর প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালো কাচের গাড়িতে করে মুম্বাইয়ের আর্থার রোড জেলে যান শাহরুখ। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল।  

জানা যায়, জেলের ভিতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ খান। দ্রুত ছেলের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে আসেন তিনি।  

গত ৮ অক্টোবর থেকে জেলে বন্দি আরিয়ান। বুধবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের স্পেশাল আদালতে তার জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের বিশেষ আদালত।  

নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ২৩ বছর বয়সী আরিয়ান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সেখানে আরিয়ানের জামিন আবেদনের শুনানি হবে।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘন্টা, অক্টোবর ২১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।