ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৮ বছরের সন্তান হারালেন নির্মাতা মাসুদ পথিক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
৮ বছরের সন্তান হারালেন নির্মাতা মাসুদ পথিক অনুসূর্য-মাসুদ পথিক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে অনুসূর্য মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আট বছর।

জানা যায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় অনুসূর্য ।

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। ডাকাডাকি করে সাড়া না পেলে দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত পাওয়া যায়।

আরও জানা গেছে, জানাজা শেষে নরসিংদীতে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে অনুসূর্যকে। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদ পথিক।

নির্মাতার পাপাপাশি গীতিকার এবং কবি মাসুদ পথিক। তিনি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তার পরিচালিত চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’ ২০১৯ সালে ৮টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।