ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মজা করেই গাঁজা দেওয়ার কথা লিখেছি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
‘মজা করেই গাঁজা দেওয়ার কথা লিখেছি’ অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

আরিয়ান খান নাকি গাঁজা চেয়েছিলেন বাল্যবন্ধু অনন্যা পাণ্ডের কাছে। শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্রের হোয়াটসঅ্যাপে দু’জনের তেমনই কথাবার্তা হয়েছিল।

অনন্যা ওই চ্যাটে আরিয়ানকে বলেছিলেন, তিনি গাঁজার ‘ব্যবস্থা’ করে দেবেন। এমনটাই দাবি করেছে নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (এনসিবি) একটি সূত্র।

শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিবি অফিসে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে অনন্যা জানিয়েছে, মজা করেই আরিয়ানকে ওই কথা লিখেছিলেন তিনি। আসলে তিনি কখনোই কাউকে কোনো মাদক পৌঁছে দেননি। নিজেও জীবনে কখনো মাদক নেননি। চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে অনন্যা বাড়ি ফিরে গেছেন।

বাড়ি ফিরে গেলেও এনসিবি অফিসাররা তাকে পুরোপুরি ছাড় দিয়েছেন, এমনটা এখনও বলা যাচ্ছে না। কারণ এনসিবি সূত্রই বলছে, দু’জনের হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে সন্দেহ করার অবকাশ রয়েছে যে, ২০১৮-১৯ সাল নাগাদ অনন্যা অন্তত তিন বার আরিয়ানকে মাদক বিক্রেতাদের ফোন নম্বর দিয়েছিলেন।

অনন্যাকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কেউ কিছু বলেননি। আরিয়ানকে অনন্যা সত্যিই গাঁজার ব্যবস্থা করে দিয়েছিলেন কি না, কিংবা তিনি নিজে মাদক নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো শক্ত প্রমাণ পাওয়ার কথা বলেনি এনসিবিও।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।