ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্তের সঙ্গে মিউজিক ভিডিওতে ওমর সানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
ভক্তের সঙ্গে মিউজিক ভিডিওতে ওমর সানি ফেসবুকে পোস্ট করা ওমর সানির ছবিটি

বড় পর্দার অভিনেতা ওমর সানি এবার হাজির হচ্ছেন মিউজিক ভিডিও নিয়ে। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি।

এতে তার বিপরীতে দেখা যাবে তারই এক ভক্তকে।

শনিবার (২৩ অক্টোবর) ফেসবুকে একটি এক অজ্ঞাত নারীর সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন ওমর সানি। ছবির ক্যাপশনে লেখেন- ‘তোমাকে সামনে আনবো অপেক্ষা করো!’ 

ছবিতে দেখা যাচ্ছে, কোনো এক বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন সানি আর তার পাশেই আড়াল হয়ে দাঁড়িয়ে ওই নারী। উনি কে, তা ছবির মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন।  

বিষয়টি নিয়ে ওমর সানি বলেন, এটি একটি গানের শুটিং। অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম মিউজিক ভিডিওর কাজ করলাম। তবে বিস্তারিত এখনই বলতে চাইছি না। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে, সে আমার একজন ভক্ত। এই গানের মাধ্যমে আমরা তাকে সামনে আনতে যাচ্ছি।  

তিনি আরও জানান, গানটির শুটিং হয়েছে তার উত্তরার বাসায়। আর ছবি দুটি ছাদে তোলা। বাকি তথ্যগুলো সামনে আসবে কিছুদিন পর। আপাতত তা চমক হিসেবেই রাখতে চাইছেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।