ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইয়োহানির গানে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
ইয়োহানির গানে নোরা ফাতেহি ইয়োহানি ডি সিলভা-নোরা ফাতেহি

বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বেশ কয়েকটি আইটেম গানে পারফর্ম করে দারুণ সাড়া ফেলেছেন। বলিউডের সিনেমার বাইরেও গানের মডেল হিসাবে কাজ করেছেন তিনি।

এবার নোরা ফাতেহিকে দেখা যাবে শ্রীলংকার আলোচিত গায়িকা ইয়োহানি ডি সিলভার গানে।  

ইয়োহানি ডি সিলভার ‘মানিকে মাগে হিথে’ গানটি গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছেন। এই গানের সঙ্গেই পারফর্ম করতে দেখা যাবে নোরা ফাতেহিকে।  তবে সিংহলি ভাষার মূল গান নয়, গানটির হিন্দি ভার্সনের ভিডিওতে থাকছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ইন্দ্রকুমার পরিচালিত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় ‘মানিকে মাগে হিথে’ গানের হিন্দি ভার্সনটি রাখা হচ্ছে। যেখানে নোরার সঙ্গে অংশ নিচ্ছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গায়িকা ইয়োহানি হিন্দিতে মূল গানটি গাইবেন।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই গানের হিন্দি সংস্করণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গানটি কম্পোজ় করবেন তনিষ্ক বাগচি। হিন্দিতে গানটি লিখবেন রাশমি গর্গ।  

‘থ্যাঙ্ক গড’ সিনেমায় আরও অভিনয় করছেন অজয় দেবগণ ও রাকুল প্রীত সিং। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা ইন্দ্র কুমার। আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা জানান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।