ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই রাজকন্যার ‘বন্ধুত্ব’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
দুই রাজকন্যার ‘বন্ধুত্ব’ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও সাইফ আলি খানের কন্যা সারা আলি খান

কথায় বলে, দুই নায়িকার মধ্যে নাকি বন্ধুত্ব হয় না! সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যকেই কড়া চ্যালেঞ্জ জানিয়ে একসঙ্গে ছবি পোস্ট করলেন জাহ্নবী কাপুর ও সারা আলি খান।  

সামাজিক মাধ্যমে একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও সাইফ আলি খানের কন্যা সারা আলি খান।

ছবির ফ্রেমেই ধরা পড়ে দুই নায়িকার বন্ধুত্বের গল্প। ঝলমলে পোশাকে সেজেছিলেন জাহ্নবী আর আর গাঢ় নীল পোশাক দেখা গেল সারার গায়ে।  

ছবি শেয়ার করে ক্যাপশনে জাহ্নবী লিখছেন, ‘মেয়েরা মেয়েদের চায়। ’

অন্যদিকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন সারাও। লিখেছেন, ‘আসল রাজকন্যারা একে অন্যের মুকুট ঠিক করে দেয়। আমার জিম থেকে শুরু করে গাউনের সাজ পর্যন্ত বন্ধুত্ব, আদর্শ ও প্রেরণার সঙ্গী। বাড়িতেই থাকি বা শুটিং ফ্লোরে, তুমি সঙ্গে থাকা মানেই আনন্দ আর উচ্ছাস। ’

লকডাউনেও একসঙ্গে শরীরচর্চার একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছিলেন এই দুই নায়িকা। যা রীতিমতো ভাইরাল হয়। অনুরাগীদের কমেন্ট উপছে পড়ে সেই ভিডিওগুলোতে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।