ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অক্ষয় এবার মহাদেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
অক্ষয় এবার মহাদেব ...

আগেই আভাস পাওয়া গিয়ছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের চলতি বছরের অনেকটা সময়ই শুটিং ফ্লোরেই কাটবে। সম্প্রতি এ অভিনেতা শেষ করেছেন ‘রামসেতু’ সিনেমার শুটিং।

বাকি রয়েছে আরও কয়েকটি সিনেমার।

এর মধ্যেই অক্ষয় ধরা দিলেন অন্যরকম লুকে। মাথায় জট, নীল রঙের এ অভিনেতাকে চেনা দায়। পাশে রয়েছেন বলিপাড়ার আর এক বলিষ্ঠ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অক্ষয় কুমার।

হঠাৎ কেন এমন অদ্ভুত সেজেছেন অক্ষয়? নতুন সিনেমা ‘ও মাই গড ২’-এর শুটিং শুরু করেছেন অক্ষয় এবং পঙ্কজ। সিনেমাটিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। প্রকাশ্যে এসেছে সিনেমার ফার্স্ট লুক পোস্টারও।

‘ও মাই গড’ সিনেমায় শ্রীকৃষ্ণের ভূমিকায় নজর কেড়েছিলেন অক্ষয়। তবে এবার শ্রীকৃষ্ণ নন, মহাদেব রূপে ধরা দেবেন এ অভিনেতা। এমনটিই জানা যায় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর। সিনেমাটি নির্মান করছেন অমিত রাই। এটি আগামী বছর মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।