ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখের পর আরিয়ানকে দেখতে গেলেন গৌরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
শাহরুখের পর আরিয়ানকে দেখতে গেলেন গৌরী মা-বাবা'র সঙ্গে গৌরী

করোনার কারণে প্রথমে জেলে গিয়ে ছেলে আরিয়ানকে দেখার সুযোগ পাননি শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। পরে অনুমতি পেয়ে ২১ অক্টোবর আর্থার রোড জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন বলিউড ‘বাদশা’।

বাবার পর এবার ছেলেকে দেখতে জেলে গেলেন মা গৌরী খান।  

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার (২৫ অক্টোবর) বিকেলে আর্থার রোড জেলে গিয়েছেন গৌরী। মঙ্গলবার (২৬ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে উঠবে আরিয়ান খানের জামিন আবেদন। তার আগে ছেলের সঙ্গে দেখা করলেন মা।  

এদিকে, সোমবারই শাহরুখ-গৌরীর ৩০তম বিবাহবার্ষিকী। কিন্তু ছেলের এই অবস্থায় মান্নাতে হবে না কোনো সেলিব্রেশন!

এর আগে শাহরুখ তার ছেলের সাথে ১৮ মিনিটের জন্য দেখা করেছিলেন। প্রকৃতপক্ষে, করোনার সময়কালে, বন্দীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তবে সম্প্রতি মহারাষ্ট্রের জেল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এরপরই শাহরুখ তার ছেলের সঙ্গে দেখা করতে যান এবং এখন গৌরী খান ছেলেকে দেখতে গেলেন।  

মাদকযোগের অভিযোগে ৩ অক্টোবর গ্রেফতার হন আরিয়ান খান। গত ৮ অক্টোবর থেকে জেলে বন্দি তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।