ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘অন্তিম’র ট্রেলার নিয়ে হাজির সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
‘অন্তিম’র ট্রেলার নিয়ে হাজির সালমান সালমান ও আয়ুষ

ফের বক্স অফিস কাঁপাতে আসছেন বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ২৬ নভেম্বর নিজের পরবর্তী সিনেমা ‘অন্তিম’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

মুক্তির ঠিক একমাস আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ করলেন ‘ভাইজান’।  এতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মাস্তানের ভূমিকায় রয়েছেন তার ভগ্নীপতি আয়ুষ শর্মা।  

টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলারটিতে দেখা গেল সালমান ও আয়ুষের দ্বন্দ্ব! ফের ধুন্ধুমার অ্যাকশন ভরা আরেকটি সিনেমা দর্শক যে পেতে যাচ্ছেন, সে বিষয়ে সন্দেহ নেই!

ট্রেলারে পরিচালক মহেশ মাঞ্জরেকরকেও একটি দৃশ্যে দেখা গিয়েছে। এছাড়া এতে আরও রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর, শচীন খেদকর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাংলার যিশু সেনগুপ্ত।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় নির্মিত ‘অন্তিম’।  

সর্বশেষ ২০১৯ সালে সিনেমা হলে মুক্তি পায় সালমান খানের ‘দাবাং ৩’।  তার প্রায় দেড় বছর পর ‘রাধে’ নিয়ে ফের হাজির হন তিনি। করোনা পরিস্থিতিতে কিছু জায়গায় সিনেমা হলে মুক্তি পেয়েছিল এটি। কিন্তু বেশিরভাগ দর্শকই সিনেমাটি দেখেছেন ওয়েব প্ল্যাটফর্মে। তবে ‘অন্তিম’ মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহেই।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।