ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেবের নামে ভক্তের চায়ের দোকান 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
দেবের নামে ভক্তের চায়ের দোকান 

কলকাতার অভিনেতা দেবের ভক্ত অগণিত। তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন ‘অন্ধভক্ত’! নানা সময় অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে থাকেন তারা।

এমনই এক ভক্ত চমকে দিলেন সবাইকে। দেবের নামে আস্ত একটা চায়ের দোকানই খুলে ফেলেছেন তিনি! 

চা মানেই বাঙালির আড্ডাস্থল। রাজনীতি-সিনেমা ঠাসা নির্ভেজাল আড্ডা। আর সেই আবেগকে ধরতেই খাস কলকাতার বুকে ‘দেব অ্যান্ড টি’ খুলেছেন ওই ভক্ত।  

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, চায়ের দোকান দেওয়া ওই ভক্তের নাম অর্ণব গুহ। বাইপাসের পাশেই দেখা যাবে সেই ছোট্ট টি-স্টলটি। আয়োজনে রয়েছে রকমারি সব চা!

দোকানের বাইরের ব্যানার-জুড়ে টলিউড অভিনেতা দেবের ছবি ও তার নাম।  

এর আগেও অবশ্য প্রিয় তারকার নামে দোকান খুলেছেন অনুরাগীরা। তার মধ্যে যাদবপুর ৮বি’র চা ও নচিকেতা বেজায় জনপ্রিয়। নিউ মার্কেটে কিশোর কুমার-ভক্ত পানের দোকান খুলেছেন! তবে দেবের নামে এবারই প্রথম চায়ের দোকান খুলতে দেখা গেল।

তবে অভিনেতার নামে ভক্তের চায়ের দোকান খোলার বিষয়ে এখনো কোনো রিঅ্যাকশন দেখাননি দেব।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।