ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাতির সঙ্গে ছবি তুলে বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
হাতির সঙ্গে ছবি তুলে বডি শেমিংয়ের শিকার শ্রাবন্তী শ্রাবন্তী

কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে-ডিভোর্স নিয়ে নানা সময়ে থাকেন আলোচনায়। এছাড়া সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেও প্রায়ই ট্রলের শিকার হতে দেখা যায় তাকে।

এবার একটি হাতি সঙ্গে ছবি তুলে বডি শেমিংয়ের শিকার হয়েছেন এই তারকা।  

ঘুরতে গিয়ে হাতির দেখা পেয়েছিলেন নায়িকা। তাই হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি তিনি। হাতির সঙ্গে ছবি তুলেই তা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। এতেই বেঁধেছে বিপত্তি! ছবিটি নিয়ে নেটিজেনদের এক অংশ শ্রান্তিকে নানা ধরনের হেনস্থামূলক কথা লিখেছেন।  

একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘দু’জনকে ভালো মানিয়েছে। বিয়ে করে নিন। ’ অবশ্য আরেক নেটিজেন তার কমেন্টের বিরোধিতা করেছেন।

ছবি দেখা যাচ্ছে, হাতির সামনে দাঁড়িয়ে শ্রাবন্তী। পরনে তার ব্ল্যাক জিনস ও সাদার উপর গোলাপি ফুলের একটি ফ্লোরাল ক্যাজুয়াল শার্ট  এবং চোখে সানগ্লাস। বোঝাই যাচ্ছে হাতির দেখা পেয়ে বেজায় মজা পেয়েছেন এই তারকা।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।