ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেগাস্টার রজনীকান্ত হাসপাতালে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
মেগাস্টার রজনীকান্ত হাসপাতালে

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে চিন্তার কারণ নেই, ‘রুটিন চেকআপ’-এর জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি।

 

জানা যায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে ওই হাসপাতালে পৌঁছান থালাইভা। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে ও তার শ্যালক।

রজনীকান্তের মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বয়সের কারণে শরীরে কিছু দিন পর পরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন। চিন্তার কোনও কারণ নেই।  

গেল সোমবার (২৫ অক্টোবর) রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ৭০ বছর বয়সী এই অভিনেতাকে।

১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল সিনেমা জগতে কেটে গেছে ৪৫ বছর। অভিনয় করেছেন বলিউডেও।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।