ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে আলমগীরের মৃত্যুর গুজব!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
মধ্যরাতে আলমগীরের মৃত্যুর গুজব! নায়ক আলমগীর

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত শেষে আকস্মিকভাবে খবর ছড়াতে থাকে, নায়ক আলমগীর আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে এ অভিনেতা মারা গেছেন বলে দাবি করা হয়।

যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।  

খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। তিনি বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তার পুরোটাই গুজব।  

জানা গেছে, কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায়ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন।  

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।

ক্ষোভ প্রকাশ করে এই কণ্ঠশিল্পী বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুবই ব্যথিত।  

৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।