ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিয়ানের জামিনে আতশবাজি পুড়িয়ে ভক্তদের উল্লাস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরিয়ানের জামিনে আতশবাজি পুড়িয়ে ভক্তদের উল্লাস আতশবাজি পুড়িয়ে উল্লাসও প্রকাশ করেন শাহরুখ ভক্তরা

বলিউড অভিনেতা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান দীর্ঘ ২৬ দিন পর মাদক মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তার জামিন মঞ্জুর করেছেন মুম্বাইয়ের উচ্চ আদালত।

আরিয়ানের জামিনের খবর প্রকাশের পরই শাহরুখের বাড়ি মান্নাতের সামনে ভিড় করতে থাকেন এ অভিনেতার ভক্তরা। অনেকেই ব্যানার হাতে সেখানে হাজির হন। ব্যানারে আরিয়ান জামিন পাওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন শাহরুখ ভক্তরা।

শুধু তাই নয়, এদিন আতশবাজি পুড়িয়ে উল্লাসও প্রকাশ করেন শাহরুখ ভক্তরা।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারের পর আরিয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করে এনসিবি। এরপর ৭ অক্টোবর থেকে মুম্বাই আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন আরিয়ান শাহরুখপুত্র। শুক্রবার (২৯ অক্টোবর) তার মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।