ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আরিয়ানকে দেখতে ভিড়, ১০ মোবাইল চুরি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরিয়ানকে দেখতে ভিড়, ১০ মোবাইল চুরি!

আরিয়ান খানের মুক্তিকে কেন্দ্র করে মুম্বাইয়ের আর্থার রোড জেলের বাইরে রীতিমত ‘উৎসব’ শুরু হয়ে গিয়েছিল! শাহরুখ পুত্রকে এক নজর দেখতে হাজারো ভক্ত ভিড় করে জেল গেটের সামনে।

তবে এমন উচ্ছ্বাস কারো কারো জন্য বেশ কষ্টও বয়ে নিয়ে এলো।

মুম্বাই পুলিশের পাহারার মধ্যেই উৎসুক জনতাদের ভিড়ের মধ্যে ১০ জনের মোবাইল চুরি হয়ে গিয়েছে!

শনিবার (৩০ অক্টোবর) সকালে আর্থার রোডের জেলের বাইরে আরিয়ানকে এক ঝলক দেখার আশায় হাজির হন অসংখ্য মানুষ। আর তার ফাঁকেই হয়েছে এই চুরি। অর্থাৎ, শাহরুখ-ভক্তদের সঙ্গে সে ভিড়ে হাজির হয়েছিলেন পকেটমাররাও! কে কোন ফাঁকে কার পকেট থেকে মোবাইল তুলে নিয়ে গেছে, কেউই সেটা টের পায়নি।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পাওয়ার পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে শনিবার জেল থেকে মুক্তি পেয়েছেন আরিয়ান।

বেলা ১১টায় জেল থেকে ছাড়া পেয়ে ১১ টা ২০ মিনিটে মান্নতে পৌঁছান আরিয়ান। এ সময়ে শাহরুখের বাড়ির বাইরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। রাস্তায় তাদের কেউ কেউ বাজি ফাটিয়েছেন। অনেকে ব্যান্ড পার্টিও নিয়েও ‘উৎসব’ করেছেন। মানুষের ভিড় সামলানো এ নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।

গত ২ অক্টোবর ক্রুজ থেকে আটক করে ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। সে থেকে তিনি জেলেই ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জেআইএম

আরও পড়ুন:

বাড়ি ফিরলেন আরিয়ান, ভক্তদের উল্লাস!

অবশেষে কারামুক্ত আরিয়ান

আরিয়ানকে নিতে জেলখানায় শাহরুখ খান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।