ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উদ্ভট সাজে চমকে দিলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
উদ্ভট সাজে চমকে দিলেন শিল্পা শেঠি

মুখ ভর্তি কালি মেখে উদ্ভট সাজে সেজেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি! এমন বেশে তিনি চমকে দিয়েছেন সবাইকে।  

সাদা পোশাকে রক্তের ছোপ, মুখে ও শরীরে কাটা দাগ, চুল খোলা, হাতের বড় নখ- সব মিলিয়ে ভূতুড়ে সাজে ‘ভয়’ দেখিয়েছেন শিল্পা।

হ্যালোউইন উৎসব উপলক্ষে নানা ধরনের উদ্ভট সাজগোজের রেওয়াজ ঢুকেছে ভারতীয়দের মধ্যে। বাদ নেই বলিউড তারকারাও। তাদের মধ্যে রয়েছেন খুশি কাপুর, সোহা আলী খান ও কুণাল খেমুরা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন শিল্পা শেঠি। কারণ তিনি ‘পেত্নী’র সাজে সেজে হয়েছেন নতুন বউ! 

সামাজিক মাধ্যমে তার ছবি ভিডিও দেখে চেনা কষ্টকর।

ভিডিও পোস্ট করে শিল্পা শুভেচ্ছা জানিয়েছেন, ‘হ্যারি হ্যালোউইন...’।  

এক আপাদমস্তক ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেঠি। প্রতিনিয়ত তার যোগাভ্যাসের ভিডিও পোস্ট করেন সামাজিক মাধ্যমে। জিমেও সময় কাটান বেশ কিছুটা। কিছুদিন আগে পর্যন্ত সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এ বিচারকের আসনে ছিলেন শিল্পা। ফাইনাল এপিসোডে ‘নদীয়ো পার’ গানে নেচেছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।