ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক সিনেমায় কার্তিকের পারিশ্রমিক ২১ কোটি রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
এক সিনেমায় কার্তিকের পারিশ্রমিক ২১ কোটি রুপি কার্তিক আরিয়ান

বর্তমানে বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেতা কার্তিক আরিয়ান। একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি।

আর একইসঙ্গে ধাপে ধাপে বাড়িয়ে চলছেন নিজের পারিশ্রমিক।

সম্প্রতি সমীর পরিচালিত থ্রিলার সিনেমা ‘ফ্রেডি’র জন্য নাকি ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন কার্তিক। এবার গুঞ্জন রটেছে, তার নতুন সিনেমা ‘শেহজাদা’র জন্য নাকি ২১ কোটি রুপি পারিশ্রমিক হাঁকছেন এই অভিনেতা! 

এটি দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার ‘আলা বৈকুন্ঠপুরমালু’ সিনেমার হিন্দি রিমেকে। এতে এই অভিনেতার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কৃতি স্যাননকে।

সিনেমাটির সংশ্লিষ্টরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ‘শেহজাদা’র জন্য কার্তিক আরিয়ানই পারফেক্ট হিরো। এই একটা সিনেমাই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে! এই মুহূর্তে ক্যারিয়ারে সুসময়ে রয়েছেন তিনি।

এদিকে, কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে নিজের আসন্ন সিনেমা ‘ধামাকা’র ট্রেলার প্রকাশ করেছেন কার্তিক আরিয়ান। ট্রেলার দেখার পর থেকে সিনেমাটি নিয়ে তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। নেটফ্লিক্সে সিনেমাটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।