ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
স্বামীকে নিয়ে ওমরাহ পালনে যাচ্ছেন মাহি স্বামী রাকিবের সঙ্গে মাহি

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে তার সঙ্গী হবেন গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী ও তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব।

নভেম্বরেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করবেন বলে জানিয়েছেন মাহি। এজন্য কাজ থেকে ১৫ দিনের ছুটি নেবেন তিনি।

মাহি বলেন, তারিখটি এখনও ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।

বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ড্রাইভার’ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত মাহি। এতে গাড়িচালক চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

মাহি জানান, 'ড্রাইভার'র প্রথম লট শেষ হলেই সৌদি আরবে উড়াল দেবেন এই অভিনেত্রী। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।