ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যে কারণে যশের সঙ্গে কাশ্মীরে নুসরাত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২১
যে কারণে যশের সঙ্গে কাশ্মীরে নুসরাত যশ ও নুসরাত

দুই বছরের সন্তান রেখেই দশদিন আগে যশের সঙ্গে ভারতের কাশ্মীরে গিয়েছেন নুসরাত জাহান। সন্তানকে ছেড়ে ‘ছুটি’ কাটাতে গিয়েছেন বলে সমালোচনারও শিকার হয়েছেন তিনি।

তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। ছুটি কাটাতে নয়, শুটিংয়ের জন্য নাকি কাশ্মীরে গিয়েছিলেন তারা! 

এনা সাহার প্রযোজনায় ‘চিনেবাদাম’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করছেন যশ ও এনা। সেই সিনেমার শুটিংয়েই কাশ্মীর গিয়েছিলেন যশ। সঙ্গে গিয়েছিলেন নুসরাতও। একই সঙ্গে অভিনেত্রীও শুটিং করছেন।

তিনি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমাতে ফের যশের সঙ্গে জুটি বেঁধেছেন।

এদিকে সিনেমা শুটিংয়ের ফাঁকে এক সাক্ষাত্কারে নুসরাত জানান, ‘কোনো উপায় ছিল না, ‘কাশ্মীরে প্রচণ্ড ঠাণ্ডা তাই ওকে (সন্তান) নিয়ে যেতে পারেনি। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন খুব কম থাকে। সৌভাগ্যবশত বাবা-মা আর আমার পুরো পরিবার ছিল, যারা ওর খুব খেয়াল রেখেছে। তবে আমি দিনে ২০টা ভিডিও কল করি। ’

শোনা যাচ্ছে, নুসরাত-যশকে পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক শিলাদিত্য মৌলিক।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।