ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন ধারাবাহিক ‘পাল্টা হাওয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
নতুন ধারাবাহিক ‘পাল্টা হাওয়া’

নাটক নির্মাণে ফিরলেন পরিচালক নাহিদ নিয়াজি রিপন। প্রায় ২ বছর পর একটি দীর্ঘ ধারাবাহিকের কাজ শুরু করেছেন এই নির্মাতা।

মানস পালের রচনায় ‘পাল্টা হাওয়া’ শিরোনামের নতুন এই ধারাবাহিক নাটকটির শুটিং শুরু হয়েছে গত ৩১ নভেম্বর।  

বর্তমানে পুবাইলে নাটকটির শুটিং চলছে। এতে অভিনয় করছেন মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, শাহনাজ খুশি, মনিরা মিঠু ও মুকিত জাকারিয়াসহ অনেকে।  

এ প্রসঙ্গে পরিচালক নাহিদ বলেন, মাঝে বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। অনেকদিন পর নাটকে ফিরলাম, তাই গল্প নির্বাচনে বেশ সতর্ক ছিলাম। নতুন ধারাবাহিকটির নামের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন দর্শক। প্রত্যেকটি চরিত্রেও নতুনত্ব রয়েছে।  

অভিনেত্রী ঊর্মিলা বলেন, নাটকের গল্প-চরিত্র পছন্দ না হলে আমি কাজ করি না। যার কারণে আমার কাজের সংখ্যাও অনেক কম। তবে এ ধারাবাহিকের গল্পে ভিন্নতা রয়েছে। যে কারণে এটি করার সিদ্ধান্ত নিয়েছি।

নির্মাতা জানান, খুব শিগগিরই ‘পাল্টা হাওয়া’ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।