ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রঘু ডাকাত’ হচ্ছেন দেব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
‘রঘু ডাকাত’ হচ্ছেন দেব দেব

রঘু ডাকাত মানেই চোখ কপালে তোলা সব দুর্ধর্ষ দুঃসাহসী গল্প, রোমহর্ষক সব ডাকাতি। যে কিনা ইংরেজদের কাছে ছিল ভয়ে বুক কাঁপানো নাম!

এবার এই চরিত্রটি পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন কলকাতার নির্মাতা ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা দেব।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রঘু ডাকাত’ সিনেমার প্রথম লুক। এটি নির্মিত হচ্ছে ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায়।

সিনেমার নামটি ঘোষণা করে দেব লেখেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন- নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা। ’ 

এবারের দুর্গাপূজা উপলক্ষে বেশ ভালো ব্যবসা করেছে দেবের ‘গোলন্দাজ’। আর তাতেই নাকি সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন সিনেমাটির পরিচালক।

এদিকে কিছুদিন আগে প্রকাশ পায় দেবের অপর সিনেমা ‘কাছের মানুষ’-এর প্রথম মোশন পোস্টার। এতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।