ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিমানবন্দরে হামলার শিকার বিজয় সেতুপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
বিমানবন্দরে হামলার শিকার বিজয় সেতুপতি

দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন। বিমানবন্দরে তার উপর এক ব্যক্তি আক্রমণ করতে ছুটে আসেন।

সম্প্রতি ‘মাস্টার শেফ তামিল’ অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরুতে বিজয়। সেখানে সদ্য প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। ফেরার পথে বেঙ্গালুরু বিমানবন্দরের ভিতর এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ এক ব্যক্তি এসে সজোরে ঝাঁপিয়ে পড়েন বিজয় সেতুপতির ওপর। এরপর এই তারকার দেহরক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং  অভিনেতাকে সরিয়ে ফেলেন। পরে পুলিশের এসে হামলাকারীকে আটক করে। কিন্তু এই ঘটনায় কোনো অভিযোগ করেননি বিজয়।

এরই মধ্যে সেই সময়কার একটি ভিডিওতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর প্রতিক্রিয়ায় বিজয়ের ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছে।  

জানা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি আদতে মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পরে দুই তরফেই বাগবিতণ্ডা হয়। তবে এই ঘটনার পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।