ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাধুরী বাড়ি ভাড়া দেন ১৫ লাখ টাকা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
মাধুরী বাড়ি ভাড়া দেন ১৫ লাখ টাকা! মাধুরী দীক্ষিত

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত অনেকদিন ধরেই অভিনয়ে নেই। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি।

 এবার এ অভিনেত্রী আলোচনায় এলেন বাসা ভাড়া নিয়ে।  

মুম্বাইয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছেন মাধুরী। বিলাসবহুল এ বাড়ির ভাড়া বাবদ তাকে মোটা অঙ্কের টাকা গুণতে হবে।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মুম্বাইয়ের ইন্ডিয়াবুলস ব্লু টাওয়ার সি-এর ৩০তলায় ফ্ল্যাট ভাড়া নিয়েছেন মাধুরী। এটি তিনি ৩ বছরের জন্য ভাড়া নিয়েছেন। গেল ২৬ অক্টোবর ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৩৮ টাকা) জমা দিয়ে ভাড়ার চুক্তি সই করেন। এই ভবনে পাঁচটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও পাবেন এ অভিনেত্রী।

চুক্তিপত্রের তথ্য অনুযায়ী, প্রথম বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১২ লাখ ৫০ হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৩৯ হাজার ৭৫১ টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ লাখ ১২ হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ১ হাজার ১২ টাকা। আর তৃতীয় বছর প্রতি মাসে ভাড়া দিতে হবে ১৩ রাখ ৭৮ হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৮৭ হাজার ১৮২ টাকা।

মাধুরী বর্তমানে স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কলঙ্ক’। ২০১৯ সালের ১৭ এপ্রিল মুক্তি পায় এটি। তবে নাচের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যায এ অভিনেত্রীকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।