ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপাবলিতে ৯০ হাজার টাকার লেহেঙ্গায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২১
দীপাবলিতে ৯০ হাজার টাকার লেহেঙ্গায় প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলিতে লেহেঙ্গায় সাজলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রয়েছেন প্রিয়াঙ্কা।

সেখানকার দীপাবলিতে তিনি পরেছেন অর্পিতা মেহতার ডিজাইনে ফ্লোরাল স্কার্ট লেহেঙ্গা।

প্রিয়াঙ্কার ব্লাউজে কাচের কারুকাজ আর লেহেঙ্গা স্যান্ড ফ্লোরাল প্রিন্টের, সঙ্গে প্রিন্টেড ওড়না। এই পোশাকে অংশ নিয়েছেন ফটোশুটেও। সেই ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই লেহেঙ্গা-স্কার্ট সেটের দাম ৭৯ হাজার ভারতীয় রুপি। যার দাম বাংলাদেশি টাকায় ৯০ হাজার টাকার বেশি।  

প্রিয়াঙ্কা বর্তমানে হলিউডের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এটি পরিচালনা করছেন অ্যাভেঞ্জারস: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এর বাইরে বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমাতেও দেখা যাবে এ অভিনেত্রীকে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।