ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বছরের শুরুতেই আসছে সিয়াম-পূজার ‘শান’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
নতুন বছরের শুরুতেই আসছে সিয়াম-পূজার ‘শান’ ‘শান’-এর পোস্টারে সিয়াম-পূজা

আগামী বছরের প্রথম শুক্রবার (৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটির এক পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা ফিল্মম্যান।

তরুণ নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনিসহ সিনেমাটির প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।

সিয়াম পূজা ছাড়াও ‘শান’-এ আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

এর আগে নির্মাতা এম রাহিম প্রায় ৭ বছর জাজ মাল্টিমিডিয়ার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘পোড়ামন ২’, ‘নূর জাহান’, ‘দহন’ সিনেমাতেও কাজ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।