ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সানি দেওল-প্রিয়াঙ্কার ছেলে কলেজে পড়ে!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
সানি দেওল-প্রিয়াঙ্কার ছেলে কলেজে পড়ে!

পরীক্ষার খাতায় বিষ্ময়কর এক কাণ্ড ঘটিয়েছে ভারতের বিহারের দ্বাদশ শ্রেণির এক ছাত্র। খাতায় মায়ের নামের জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া এবং বাবার জায়গায় সানি দেওলের নাম লিখেছে সে।

এই কাণ্ডে অবাক স্কুল কর্তৃপক্ষ।  

পরীক্ষার সেই খাতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।  

শুক্রবার (৫ নভেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাম লক্ষণ সিং যাদব নামের বিহারের এক কলেজের ছাত্র শিবশঙ্কর কুমার। মজার করেই সে খাতায় মা-বাবার জায়গায় বলিউডের দুই তারকার নাম লিখেছে।  

পরীক্ষার খাতায় শুধু মা-বাবার নাম ভুল লেখা হয়নি, সঙ্গে দেওয়া হয়েছে মনগড়া উত্তর।  

প্রত্নতত্ত্ব বিষয়ে কী জানো, এ প্রশ্নের উত্তরে সেই ছাত্র লিখেছে, ‘কিছুই জানি না। কারণ শিক্ষক কিছুই বোঝায়নি এই ব্যাপারে। ’ 

সম্রাট আকবরের জিজিয়া কর বাতিলের কারণ হিসেবে ওই লিখেছে, জিজিয়া নামে কাউকে নাকি ভালোবেসেছিলেন আকবর।  

উদ্ভট উত্তর সংবলিত সেই খাতা ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে, পরীক্ষার খাতার ছবি এভাবে সবার মাঝে ছড়িয়ে পড়ল কীভাবে। বিহার শিক্ষা বোর্ডের দিকেও আঙুল তুলেছেন কেউ কেউ! 

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।