ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ভিকি-ক্যাটরিনার রিসেপশনে অতিথিদের লাগবে করোনা রিপোর্ট!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
ভিকি-ক্যাটরিনার রিসেপশনে অতিথিদের লাগবে করোনা রিপোর্ট! ভিকি ও ক্যাটরিনা

কঠোর গোপনীয়তা রক্ষা করে ভারতের রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়েতে অতিথি সংখ্যা ছিল খুবই সীমিত।

তবে বেশ ঘটা করে বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছেন এই নবদম্পতি। শোনা যাচ্ছে, ২০ ডিসেম্বর মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়টে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের নামীদামী তারকারা।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, ভিকি-ক্যাটরিনার রিসিপশনে অংশ নিতে অতিথিদের নাকি করোনার আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। রিপোর্ট যদি নেগেটিভ থাকে তবেই ভ্যানুতে প্রবেশের অনুমতি মিলবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কের মধ্যেই মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করার পরিকল্পনা করছেন এই তারকাদ্বয়। তাই বিএমসি কর্তৃপক্ষের দেওয়া সব নিয়ম মেনে চলতে হবে পার্টিতে উপস্থিত সকলকে।

৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বিয়ে করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ছোট পরিসরে সেরেছেন মধুচন্দ্রিমাও। এবার প্রস্তুত হচ্ছেন বিবাহত্তোর সংবর্ধনার।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।