ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অগ্রিম ৩ লাখ রুপি নিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
অগ্রিম ৩ লাখ রুপি নিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন কাজল কাজল

মুম্বাইজুড়ে বলিউড তারকাদের ঘর-বাড়ির অভাব নেই। কোনটিতে তারা নিজেরা থাকেন, আবার কোনটি ভাড়া দিয়ে রাখেন বাড়তি উপার্জনের মতো।

তবে বাড়ি ভাড়া দেওয়া তারকাদের নাম খুব কমই শোনা যায়।

কিন্তু সম্প্রতি নতুন করে এই আয়ের দিকে ঝুঁকেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। যেন বাসা ভাড়া দেওয়ার হিড়িক লেগে গিয়েছে। অমিতাভ বচ্চন থেকে সালমান খান, বাড়ি ভাড়া দেওয়া থেকে বাদ নেই তাদের কেউ। এবার সেই তালিকায় যোগ হলেন অভিনেত্রী কাজলও।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ের পাওয়াই অঞ্চলের একটি ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন কাজল। ওই ফ্ল্যাটটি হীরানন্দিনী গার্ডেনসের ২১ তলায় অবস্থিত। এর দৈর্ঘ্য ৭৭১ স্কয়ার ফিট। এর ভাড়া ধরা হয়েছে মাসিক ৯০ হাজার রুপি! তবে ভাড়া নিতে হলে ৩ লাখ টাকা অগ্রিম জামানত দিতে হবে। ইতোমধ্যে ভাড়াটিয়াও নাকি পেয়ে গেছেন অভিনেত্রী।

এদিকে কাজল মুম্বাইয়ের জুহুর শিবশক্তি নামের বাংলোতে পরিবার নিয়ে থাকেন। প্রায় ৬০ কোটি রুপি দিয়ে তার স্বামী অজয় দেবগন বাংলোটি কিনেছিলেন। তাদের প্রতিবেশী অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋত্বিক রোশন, অক্ষয় কুমারেরা।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।