ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা’, তিন দিনে আয় কত?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা’, তিন দিনে আয় কত? ‘পুষ্পা’র দৃশ্যে আল্লু অর্জুন

করোনার সঙ্কট কাটিয়ে ভারতের প্রেক্ষাগৃহে দর্শক ফেরাচ্ছে তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ছিল তুমুল আলোচনায়।

মুক্তির পর এর প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে।

১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দারুণ ব্যবসা করছে। প্রেক্ষাগৃহে মুক্তির তৃতীয় দিনেই ১৭৩ কোটি রুপির ব্যবসা করেছে ‘পুষ্পা’। ২০২১ সালে এটিই ভারতের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে যাচ্ছে।

প্রযোজনা সংস্থা মিথ্রি মুভি মেকারের পক্ষ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। ‘পুষ্পা’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতারা।  

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশ্মিকা মন্দানা। এছাড়া আরও রয়েছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলও।

১৮০ কোটি রুপি বাজেটের সিনেমাটি একসঙ্গে ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যার মধ্যে মুক্তির আগেই এটি বিশ্বব্যাপী প্রি-রিলিজ বাবদ ব্যবসা করেছে ১৫০ কোটি রুপি! 

‘পুষ্প’ মূলত দুই পর্বের। প্রথম পর্বটি সম্প্রতি মুক্তি পেয়েছে, আর দ্বিতীয় পর্ব আসছে আগামী বছর।

এই সিনেমা নিয়ে যেমন আলোচনা রয়েছে, তেমনই উঠেছিল বিতর্কও। ‘পুষ্পা’র একটি দৃশ্যে জনসমক্ষে অভিনেত্রীর বুকে হাত দিতে দেখা যায় অভিনেতাকে। দৃশ্যটি তেলুগু দর্শকদের ভাবাবেগে আঘাত দিয়েছে বলে দাবি করেন অনেকে। এরপরই বিতর্কিত দৃশ্যটি কর্তন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।