ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারিক আনামের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন সিয়াম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
তারিক আনামের কাঁধে মাথা রেখে অঝোরে কাঁদলেন সিয়াম  সিয়াম-তারিক

প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় প্রবীণ অভিনেতা তারিক আনাম খানকে জড়িয়ে ধরেন তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। আবেগী হয়ে তারিক আনামের কাঁধে মাধা রেখে অঝোরে কেঁদে ফেলেন সিয়াম।

তখন অনুজের পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এই অগ্রজ।

সোমবার (২০ ডিসেম্বর) রাতে এমন দৃশ্য দেখা গেছে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। এই সিনেমায় বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন এই দুই অভিনেতা। পর্দায় নিজেদের অভিনয় দেখে একেবারেই যেন গল্পে ঢুকে গিয়েছিলেন তারা। তাই আবেগ ধরে রাখতে পারেননি।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বাংলানিউজকে বলেন, ‘শুটিংয়ের আগে আমরা বাবা-ছেলে হয়েছে, এরপরই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ওনাকে (তারিক আনাম খান) বাবা মেনেই পুরো সিনেমায় কাজ করেছি। বিশেষ প্রদর্শনিতে আমার নিজের বাবাও উপস্থিত ছিলেন। যখন সিনেমাটা শেষ হলো তখন আমার বাবার চোখেও পানি দেখেছি। কিন্তু ওনাকে সান্ত্বনা দেওয়ার সময়ও আমি ঠিক ছিলাম। কিন্তু তারিক আনাম খান স্যারকে দেখে আর নিজের আবেগ ধরে রাখতে পারিনি। ’

মূলত বাবা-ছেলের পারিবারিক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। নিজের বাবাকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন সিয়াম। এটি সবার মন ছুঁয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ‘পোড়ামন ২’খ্যাত এই অভিনেতা।

রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে বিশেষ প্রদর্শনীটির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাতাসহ শোবিজের অনেকে।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পেতে ‘মৃধা বনাম মৃধা’। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নোভা ফিরোজ। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন রনি ভৌমিক।

সিয়াম-নোভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন,মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।