ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বউ পালার ক্ষমতা থাকলে একাধিক বিয়ে করতে পারে: সুবাহ

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
বউ পালার ক্ষমতা থাকলে একাধিক বিয়ে করতে পারে: সুবাহ ইলিয়াস হোসেন, কারিন নাজ ও শাহ হুমায়রা সুবাহ

সম্প্রতি কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করেছেন। এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে।

দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি তৃতীয় বিয়ে করেছেন এই গায়ক।  

এ নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন কারির। শনিবার সংবাদমাধ্যমকে এমনটিই জানান সুইডেন প্রবাসী কারিন। এবার কারিনের অভিযোগে উড়িয়ে দিয়ে পাল্টা মানহানির মামলা করার হুমকি দিলেন সুবাহ।   

রোববার (২৬ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে সুবাহ জানান, কারিন ও তার পরিবারকে জানিয়েই নতুন জীবনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনেক আগেই ইলিয়াস-কারিনের ডির্ভোস হয়েছে এবং তারা উভয়ই সুবাহকে বিয়ে করার বিষয়টি অবগত ছিলেন। যা এখন অস্বীকার করছেন কারিন।

স্ট্যাটাসে সুবাহ লেখেন, কারিনকে ইলিয়াস ডিভোর্স দিয়েছে তা জেনেই আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। ও আমাকে (ইলিয়াস) ডিভোর্স লেটারও দেখিয়েছে। তাছাড়া, আমরা যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তা কারিন ও তার পরিবারকে দুই মাস আগেই জানিয়েছি। এখন তারা অস্বীকার করছেন কেন বুঝতে আছি না। তবে আমি যে তাদের জানিয়েছিলাম তার প্রমাণ আমার কাছে আছে।

তিনি লেখেন, যদি কোনও পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে, ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস! আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিন লিভ টুগেদার করেছিল। কারণ তাদের ওই বিয়ের কোনও বৈধ কাবিননামা নেই!

সুবাহ যোগ করে লেখেন, ওই মেয়ে (কারিন) বিদেশে থাকে। তিন বছর ধরে দেশে আসে না। শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয়? কারিন এবং তার মায়ের অনেক অবৈধ সম্পর্ক আছে। বিদেশে এবং বাংলাদেশে এটাও আমি জানি। সে মানসিকভাবে ইলিয়াসকে সবসময় প্যারা দিতো। এটা ইলিয়াসের সার্কেলের সবাই জানে। এও জানে ওরা বিবাহিত জীবনে কখনোই সুখী ছিল না।

কারিনের সঙ্গে ইলিয়াসের শারীরিক সম্পর্ক ছিল না উল্লেখ করে সুবাহ লেখেন, আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম পরে আমাদের দু’জনের ভালোলাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারের সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করতে পারেন। আমাদের দু’জনকে ফলো করার দরকার নাই। আমরা দু’জন-দু’জনের সঙ্গে ভালো আছি সংসার নিয়ে। আলহামদুলিল্লাহ!

নবাগত নায়িকা সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন। এরপর ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এখন পর্যন্ত কোনোটিই মুক্তি পায়নি।

অন্যদিকে ‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস।  

এই গায়ক ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুমকে বিয়ে করেন। কিন্তু ইলিয়াসের সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর দ্বিতীয়বারের মতো কারিন নাজ নামের এক মডেলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইলিয়াস। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।