ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কেনো নায়ক থেকে ভিলেন, জানাবেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কেনো নায়ক থেকে ভিলেন, জানাবেন মিশা সওদাগর মিশা সওদাগর

১৯৮৬ সালে এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হয়ে সিনেমায় যাত্রা শুরু করেন শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমার মধ্য দিয়ে ১৯৯০ সালে নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে।

এরপর ‘অমরসঙ্গ’ নামের আরেকটি সিনেমাতেও তিনি নায়ক ছিলেন।

কিন্তু পরবর্তীতে মিশা সওদাগরকে আর নায়ক হিসেবে পাওয়া যায়নি। তিনি জনপ্রিয়তা পান ভিলেন চরিত্রের অভিনেতা হিসেবে।  

কোন দায়িত্বে অবহেলার কারণে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে খলনায়ক হিসেবে কাজ করতে হচ্ছে মিশা সওদাগরকে? এমন প্রশ্নের উত্তর দিতে তিনি হাজির হতে যাচ্ছেন বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’-এর দায়িত্ব-কর্তব্য পর্বে।

অনুষ্ঠানটিতে তিনি আরও উত্তর দেবেন, ব্যক্তি মিশা নাকি খলনায়ক মিশা- কর্তব্য পালনে কে বেশি ব্যর্থ? কেনো তিনি সংসারের দায়িত্ব নিতে চান না? একদিনের জন্য রাজ-সিংহাসনের দায়িত্ব পেলে কী করবেন এই সুপারস্টার?

আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝাল’-এর এই পর্বটি প্রচার হবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।